নরসিংদীর রায়পুরায় পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) উপজেলার হাসনাবাদ গ্রামে প্রবাসী লাইফ উন্নয়ন পরিষদের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় সুবিধাবঞ্চিত অর্ধশত পরিবারের মাঝে ৫ কেজি উন্নত মানের চাউল, একটি বয়লার মুরগী, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর, ১ লিটার তেল, ৩ কেজি আলু এবং ২ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।
আমিরগঞ্জ ইউনিয়ন জিয়া মঞ্চের সহসভাপতি তোফাজ্জল হোসেন গাজীর সভাপতিত্বে ও হাসনাবাদ পাবলিক লাইব্রেরির সভাপতি গাজী লুৎফর রহমান রবিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জিয়া মঞ্চের সহসভাপতি নজরুল ইসলাম মাস্টার, রায়পুরা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এস. এম. শরীফ, হাসনাবাদ পাবলিক লাইব্রেরির সাবেক সভাপতি এম. আর. মামুন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ বিল্লাল ও ব্যবসায়ী রোমান মিয়া।
এসময় দেশ-জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাসনাবাদ ইদ্রিসিয়া দারুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোকাররম হোসেন।
নরসিংদী মিরর/এফএ