নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী হাসনাবাদ বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে হাসনাবাদ তাঁতী বাজার পুলিশ ফাঁড়ির নিচে নান্দনিক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাসনাবাদ বাজার পরিচালনা পরিষদের সভাপতি হাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও ব্র্যাক ব্যাংক নারায়ণগঞ্জ রিজিওনের টিম লিডার নিতাই চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক হাসনাবাদ বাজার এজেন্ট আউটলেট এর স্বত্বাধিকারী এম. আর. মামুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. মোজাম্মেল হক, ব্র্যাক ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও টেকনোলজি বিভাগের প্রধান একেএম মাহফুজুর রহমান রানা, ব্যাংকের ঢাকা রিজিওন এর কো-অর্ডিনেটর মোঃ মোবারক হোসেন, নরসিংদী শাখার ম্যানেজার (অপারেশন) রতন আলী, হাসনাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, হাসনাবাদ বাজার পরিচালনা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী মাসুম মৃধা, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল হাসান ও হাসনাবাদ পাবলিক লাইব্রেরির সভাপতি গাজী লুৎফর রহমান রবিন সহ আরো অনেকে
ব্র্যাক ব্যাংক হাসনাবাদ বাজার এজেন্ট আউটলেট থেকে সহজেই গ্রাহকেরা হিসাব খোলা, ২৪ ঘন্টা টাকা জমা এবং উত্তোলন করতে পারবে। অল্প সময়ের মধ্যে বৈদেশিক রেমিট্যান্স গ্রহণের সেবা পাবে বলে জানান ব্যাংকের কর্মকর্তারা।
নরসিংদী মিরর/এফএ