রায়পুরায় ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আগের সংবাদ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাঁচদোনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

পরের সংবাদ

দেশে ফিরেছেন ৮০ হাজারের বেশি প্রবাসী কর্মী

নিশাদ তাসনিম

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২০ , ১০:৩৪ অপরাহ্ণ

রেমিট্যান্স জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বব্যাপী শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়েছে। করোনার কারণে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী কর্মী দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন।

১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে দুই লাখ ৪৫ হাজার ৭৯০ জন প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ১৭ হাজার ৯৬৩ জন ও নারী ২৭ হাজার ৮২৭ জন। বৈধ পাসপোর্ট নিয়ে দুই লাখ ১০ হাজার ৯১ জন ও আউটপাস নিয়ে ৩৫ হাজার ৬৯৯ জন ফিরে এসেছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রবাস ফেরত মোট যাত্রীর মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ সংখ্যক ৬৮ হাজার ৬৪৭ জন ও সংযুক্ত আরব আমিরাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ হাজার ২০৯ জন দেশে ফিরে আসেন।