শিবপুরে স্ত্রী ও বাড়িওয়ালা দম্পতিকে কুপিয়ে হত্যা

আগের সংবাদ

শিবপুরে ঐতিহ্যবাহি চিনাদী বিলে পোনামাছ অবমুক্তকরন

পরের সংবাদ

নরসিংদীতে বিশেষ অভিযানে ১,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিরর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০ , ৮:০৯ অপরাহ্ণ

নরসিংদীর শিবপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা উপজেলার উত্তর মির্জানগর গ্রামের মৃত হাবি মিয়ার ছেলে মো. ফারুক (৪২), আদিয়াবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে মেহেদী হাসান (২৫) ও শিবপুর উপজেলার আজকিতলা গ্রামের চাঁন মিয়া গাজীর ছেলে সেলিম গাজী (৩০)।

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কমার সরকার জানায়, রবিবার দুপুরে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে চৈতন্য বাসস্ট্যান্ডের বন্ধু মোটরস এর সামনে হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ফারুক, মেহেদী ও সেলিমকে গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য তিন লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃত আসামী ফারুকের বিরুদ্ধে ইতোপূর্বে ৬ টা মাদক মামলা, আসামী সেলিমের বিরুদ্ধে ইতোপূর্বে ৫ টা মাদক মামলা আছে। আর এ ঘটনায় শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।