শিবপুরে বিষাক্ত স্পিরিট পানে মাছ ব্যবসায়ীর মৃত্যু অসুস্থ ৪

আগের সংবাদ

শুধু কাগজে কলমে নয়, বাস্তবেই ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ দিলেন শিল্পমন্ত্রী

পরের সংবাদ

শিবপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মিরর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০ , ২:৪৭ অপরাহ্ণ

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকারী মো: কাবিরুল ইসলাম খান ও সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাকের সাথে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অস্থায়ী প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সমস্যা থেকে উত্তরণের পথ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
শিবপুর প্রেস ক্লাবের আহ্বায়ক আলম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম নূরচান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দৈনিক সময়ের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মানিক, দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি আরিফ হাসান, আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোমেন খান, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এ কে এম মাসুদ রানাসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সুজন