নরসিংদীর রায়পুরা উপজেলার মামুদপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত মামুদপুর ফুটবল কাপ সিজন-৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বি-বাড়িয়া ঈগলস অব মামুদপুরকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্লু ব্লার্ড ফুটবল ক্লাব।
শনিবার (১ মার্চ) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহি মনিপুরা উচ্চ বিদ্যালয় মাঠে নান্দনিক আয়োজনে উৎসবমুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অন্যতম মিডিয়া পার্টনার ছিল নরসিংদী মিরর।
খেলায় যৌথ ভাবে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান ভূইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার সিকদার রিপন ও মনিপুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপক ভট্টাচার্য রনি। খেলা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মামুদপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি মহিউদ্দিন মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলের পরিচালক ও নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির। খেলার উদ্বোধন করেন হাইরমারা মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী মোখলেসুর রহমান (মাস্টার)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইরমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (রবি), হাসনাবাদ এম. আর. ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম. আর. মামুন। এসময় আমন্ত্রিত অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতশত দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
নরসিংদী মিরর/এফএ