আমীরগঞ্জে ফগার মেশিন দিয়ে মশা নিধন কাজ উদ্বোধন

আগের সংবাদ

পলাশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জনসভা

পরের সংবাদ

করিমপুরে ক্রিকেট টুনামেন্টে সরকার বাড়ি একাদশের জয়

আকাশ মিয়া

প্রকাশিত: মার্চ ১২, ২০২১ , ১১:১৪ অপরাহ্ণ

নরসিংদী সদরের করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামে সম্প্রতি শুরু হয় ক্রিকেট সুপার লীগ। বুধবার অনুষ্ঠিত হয় উক্ত লীগের ফাইনাল খেলা।

 উক্ত ফাইনালে অংশগ্রহণ করে করিমপুর সরকার বাড়ি একাদশ বনাম করিমপুর সরদার শাপলা একাদশ । উক্ত খেলায় সরকার বাড়ি একাদশ টসে হরে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ২০৩/৫ সংগ্রহ করে।

জবাবে করিমপুর সরদার শাপলা একাদশ ব্যাট করেতে নেমে ১২৩/১০ রানে অল আউট হয়। ফার ফলে ৮০ রানে জয় লাভ করে সরকার বাড়ি একাদশ।

উক্ত খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব ফরহাদ হোসেন মোল্লা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিতি ছিলেন করিমপুর কে.কে.বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত ইসলাম জুয়েল সহ গণ্য মান্য ব্যক্তিগণ।

উক্ত খেলায় প্রধান অতিথি বলেন, “ আমি চাই আমাদের সন্তানরা এভাবে খেলাধুলাটাকে আড়কে রাখুক এবং ভবিষ্যতে তারা জাতীয় দলে খেলবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন, আমাদের গ্রামের সন্তাদের জন্য আমি খেলার উপযোগী সুন্দর একটি মাঠ উপহার দেয়ার চেষ্টা করছি।

চ্যাম্পিয়নদের দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি এবং ২৪” LED TV. রানার্স অাপদের দেওয়া হয় ট্রফি এবং 21”LCD TV.

উক্ত টুর্নামেন্ট সেরা খেলোয়ার সোহাগ সরকার,ম্যান ওফ দ্যা ম্যাচ ইমরান হাসান (সেপু) তাদের দেওয়া হয় মোবাইল ফোন।

সভাপতির বক্তৃতার মাধ্যমে টুনামেন্টের সমাপ্তি ঘোষনা করা হয়।