নরসিংদীর নজরপুর ইউনিয়ের বুদিয়ামারা গ্রামের চম্পকনগরের স্টার ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গত ১০ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৯ টায় চম্পকনগরের বালুর মাঠে আয়োজিত হল ব্যাডমিন্টন টুর্নামেন্টের এ ফাইনাল।
এ খেলায় অংশগ্রহণ করেন নবীপুর গ্রুপ বনাম চম্পকনগর মাইশা গ্রুপ। দুই দল খুবই দুর্দান্ত খেলেন। তাদের দুর্দান্ত নৈপুণ্যে, খেলায় কোন দল পরাজয় করবে বা কোন দল জয়ী হবে খেলা শেষ হওয়ার আগে কেউ বুঝতে পারেনি। দুর্দান্ত খেলার পর এ জয় লাভ করেন নবীপুর গ্রুপ।
উক্ত খেলায় ছিল হাজার দর্শকের সমাহার। খেলা দেখতে চড়ের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের ভির জমিয়েছে চম্পকনগরে বালুর মাঠে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলী হোসেন সরকার, সমাজসেবক চম্পকনগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হানিফ মিয়া, বিএসসি ইঞ্জিনিয়ার জাতীয় বিদ্যুৎ বিভাগ, নরসিংদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ আসাদুজ্জামান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ঢাকা। সভাপতি হিসেবে উপস্থিত ছিল মোঃ নুরনবী সরকার, সমাজসেবক চম্পকনগর।
উক্ত খেলায় চ্যাম্পিয়নদের একটি “”ওয়ালটন”” ফ্রিজ দেওয়া হয় এবং রানাস আপ টিম কে একটি এলইডি স্মার্ট টিভি দেওয়া হয়।
খেলা শেষে সভাপতি ও প্রধান অতিথিদের বক্তৃতা ও পুরস্কার বিতরণী এর মাধ্যমে উক্ত টুনামেন্টের সমাপ্তী ঘোষণা করা হয়।