বিজয় দিবস উপলক্ষে নরসিংদী সদরের বীরপুর যুব সমাজের উদ্যোগে ব্যাটমিল্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বর্মনপাড়া ঘাট সংলগ্ন কেক কেটে এ বিজয় ব্যাটমিল্টন টুর্ণামেন্ট এর উদ্ধোধন করেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ।
বিজয় ব্যাটমিল্টন টুর্ণামেন্ট এ পৌর ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের উপদেষ্টা জিতেন্দ্র চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জ্যোতিরাম দাস, সাইফুল ইসলাম ভূইয়া বাবু, কাজী মেহেদী হাসান, সৈয়দ ফোরকান ও নাদিমসহ বীরপুর এলাকাবাসি।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বিজয় ব্যাটমিল্টন টুর্ণামেন্ট এই রকম আয়োজক কারিদেরকে স্বাগতম জানাই। যুব সমাজকে নেশা মুক্ত রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।
এসময় বক্তরা আসন্ন পৌর নির্বাচনে সকল বাধা ভেঙ্গে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নৌকাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন।