শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন শাহ আলম মিয়া

আগের সংবাদ

পাঁচদোনায় ঝংকার সিনেমা হল থেকে যুবকের লাশ উদ্ধার

পরের সংবাদ

স্বাধীন বাংলা ব্লাড ব্যাংক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সেরা ডাক বাংলা টিম

মো.রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০ , ৫:৫৬ অপরাহ্ণ

নরসিংদী জেলার অন্যতম রক্তদাতা সংগঠন ‘স্বাধীন বাংলা ব্লাড ব্যাংক ক্লাব’। সংগঠনটির রক্তদানের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনেও চলছে সমান অংশগ্রহণ।

বিজয়ের মাস ডিসেম্বরে সংগঠনটির ব্যবস্থাপনায় চলছিল ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। ২৫ ডিসেম্বর শুক্রবার চলমান টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বানিয়াছল খেলার মাঠে বানিয়াছল বনাম ডাকবাংলা টিমের অংশগ্রহণে টুর্ণামেন্টের চুড়ান্ত সমাপ্তি ঘটে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মাহে আলম রিপন। খেলাটি উদ্বোধন করেন নরসিংদী উদয়ন কলেজের প্রভাষক ও ব্রাহ্মণ পাড়া আলোড়ন স্কুলের সভাপতি নীহার রঞ্জন দে ঝন্টু।

খেলায় ডাকবাংলা দল বিজয়ী হয়। পুরস্কার হিসেবে ছিল ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন। খেলা শেষে বিজয়ী দলের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

উদ্বোধনী বক্তব্যে নীহার রঞ্জন দে বলেন, খেলাধুলা মানব মনকে বিকশিত করে। মাদক ও অসামাজিক কার্যালাপ থেকে যুব সমাজকে দূরে রাখে খেলাধুলা। বিনোদনের পাশাপাশি শারীরিক সুস্থতার জন্যও খেলা প্রয়োজন। তিনি আয়োজকদের ধন্যবাদ এবং বিজয়ী দলকে অভিনন্দন জানান।

খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইমন, শাকিল,সাইফুল রাজ,রাকিব