ঢাকা-১৮ উপনির্বাচন বাতিল ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আগের সংবাদ

নরসিংদী রেলস্টেশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে পার হচ্ছেন পথচারী

পরের সংবাদ

ক্ষমা চেয়েছেন সাকিব

নাদিয়া ভুঁইয়া

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০ , ১০:১৪ অপরাহ্ণ

সোমবার নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান।

পূজার উদ্বোধন নিয়ে সাকিব বলেন, ” আমি আসলে নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। আমার কোন ভুল হয়ে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে ও আমি ক্ষমা প্রার্থনা করছি।

সাকিব বলেন, মিডিয়াতে এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি। আসলে আমি পূজার উদ্বোধন করতে যাইনি পূজার ‍উদ্বোধন আমি যাবার আগেই করা হয়েছে। আপনারা পূজার ইনভাইটেশন কার্ড দেখলেই বুঝতে পারবেন কে পূজার উদ্বোধন করেছে।

সাকিব বলেন, আমি সেখানে অন্য একটি অনুষ্ঠান গিয়েছিলাম। সেই অনুষ্ঠান শেষে আমার গাড়িতে উঠার রাস্তা ছিল পূজা মন্ডপের মধ্য দিয়ে। আমি যার ইনভাইটেশনে গিয়েছি, তার অনুরোধে আমি সেখানে শুধু প্রদীপ প্রজ্জ্বলন করি আর পরেশ দার সাথে ছবি তুলি।

আর পূজা মন্ডপের ঘটনা নিয়ে যে আলোচনা হয়েছে, আমি আসলে একজন সচেতন মুসলমান হিসেবে তা করবো না। তারপরও হয়তো আমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। ভবিষ্যতে যাতে এরকম কোন ঘটনার পুনরাবৃত্তি না হয় তা খেয়াল করবো। পূজার উদ্বোধক ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।

নকি