অসহায়দের ইফতার বিতরণের মাধ্যমে ‘প্রত্যাশা’র যাত্রা শুরু

আগের সংবাদ

সালাম বনান কদমবুসি

পরের সংবাদ

২ মাস পর স্বাভাবিক জীবনে স্বস্তিতে ইতালির প্রবাসীরা

মিরর ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২০ , ১:২৬ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসে বিপর্যস্ত অবস্থায় ছিল ইউরোপের অন্যতম দেশ ইতালি। তবে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় আগামী ৩ জুন থেকে দেশটিতে লকডাউন
তুলে নেয় হচ্ছে। ২ মাসের কঠোর লকডাউনেরপর স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা।

মিলান শহরে অবস্থান করা সাকিব এক ভিডিও বার্তায় জানায় সেখানে লকডাউনের সময় সরকার খাদ্য সহায়তাসহ যথাযথভাবে বেতন প্রদান করার মাধ্যমে জনগণের পাশে দাড়ায়। লকডাউনের সময়ে অধিকাংশ সময় কেটেছে ইন্টারনেট আর অনলাইন ক্লাস করে। পরিবারের সদস্যরা একসাথে থাকায় অবরুদ্ধ সময়টাতে মানসিকভাবে শক্ত ছিল সবাই । সাকিব জানায় সেখানে আগে ৭/৮ হাজার মানুষ আক্রান্ত হলেও এখন মাত্র ৭/৮ শ মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিদিন। তাছাড়া মৃত্যু সংখ্যাও কমে এসেছে আগের তুলনায়।

মিলানে বসবাস করা সাকিব

ইতালি বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম। সেখানে এখন পর্যন্ত ৩১ হাজার ৬০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর তৃতীয় সর্বোচ্চ। তবে গত কয়েকদিন যাবৎ দেশটিতে মৃত ও আক্রান্তের সংখ্যা কমে এসেছে।

ভিডিও বার্তা দেখতে ক্লিক করুন

স্বাভাবিক জীবনে স্বস্তিতে ইতালির প্রবাসীরা

স্বাভাবিক জীবনে স্বস্তিতে ইতালির প্রবাসীরা

Gepostet von Narsingdi Mirror-নরসিংদী মিরর am Samstag, 16. Mai 2020

নকিব