আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীর চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৫ মার্চ) দুপুরে জেলার সকল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামী নরসিংদী জেলা আমীর অধ্যাপক মাওলানা মোসলেহুদ্দীন।
প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন (নরসিংদী-২ পলাশ), নরসিংদী জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য ও শিবপুর উপজেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার (নরসিংদী-৩ শিবপুর), নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম (নরসিংদী-৪ বেলাব, মনোহরদী), নরসিংদী জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও রায়পুরা সদর থানা আমীর মাওলানা জাহাঙ্গীর আলম (নরসিংদী-৫ রায়পুরা)।
উল্লেখ্য, নরসিংদী জেলায় পাঁচটি আসনের মধ্য থেকে চারটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। নরসিংদী-১(সদর) আসনের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
নরসিংদী মিরর/এফএ