মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনে ১৯ লাখ টাকা জরিমানা, আটক ৩

আগের সংবাদ

নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ: খোকন

পরের সংবাদ

রায়পুরায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়পুরা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪ , ১০:৩৭ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন জামায়াতের ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার হাসনাবাদ তাঁতী বাজার মাঠে সভা অনুষ্ঠিত হয়।

আমিরগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল্লাহ সুলায়মানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের সভাপতি ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মনিরুজ্জামান মনির, রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা আমীর মাওলানা আদিল ভূইয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, থানা জামায়াতের সেক্রেটারি ডা. তারেক আহমদ, রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ফাহাদ রহমান।

বক্তারা বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ময়দানে জামায়াতে ইসলামীর সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী লগি-বৈঠা ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের ৬জন নেতাকর্মীকে হত্যা করেছিলো। সারা দেশে মোট ১১জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক আবু সাঈদ, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা খোরশেদ আলম, কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল সরকার, থানা শিবিরের সাবেক সভাপতি রুহুল আমিন জিহাদী, নরসিংদী শহর ছাত্রশিবিরের সাবেক নেতা মাসরুর আরেফিন সরকার, চরআড়ালিয়া ইউনিয়নের সভাপতি ডা. রহমত উল্লাহ ও হাসনাবাদ বাজার ওয়ার্ডের সভাপতি মোঃ আমির হোসেন। সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, বাজারের ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

নরসিংদী মিরর/এফএ