নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

আগের সংবাদ

রায়পুরায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরের সংবাদ

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনে ১৯ লাখ টাকা জরিমানা, আটক ৩

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪ , ১০:২১ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর চরমধুয়া ইউনিয়নের সীমানায় এসে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার জব্দসহ তিনজনকে কারাদণ্ড ও ১৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসানের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথকভাবে এশিয়া ড্রেজারের ৫ লাখ টাকা জরিমানাসহ রিয়াজুল নামে একজনকে ১ মাসের কারাদণ্ড, প্লাবন ড্রেজারের ৭লাখ টাকা জরিমানাসহ সাইফুল নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড ও রিয়া সুপার ড্রেজারের ৭ লাখ টাকা জরিমানাসহ মেহেদী নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।

নরসিংদী মিরর/এফএ