মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্ট ও মন্তব্য করায় নরসিংদীতে ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
বহিষ্কৃতরা হলেন—মাধবধী থানা শাখার সহ-সভাপতি সুজন ভূইয়া এবং একই থানার পাইকারচর ইউনিয়নের সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও মনোহরদীর কৃষ্ণপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক জে এস জুনাইদ, পলাশ থানার সহ-সভাপতি মো. নাসিম মিয়া ও একই থানার জিনারদী ইউনিয়নের সহ-সভাপতি হাফিজুর রহমান এবং বেলাবো থানার নারায়নপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ।
সাময়িক বহিষ্কার করা ৬ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ করা হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, ‘ছাত্রলীগের রাজনীতি করে একজন যুদ্ধাপরাধী জামায়াত নেতার প্রশংসা করার মানে হচ্ছে, সে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের কমিটিতে ঘাপটি মেরে আছে। দলের আদর্শ বহির্ভূত কাজ করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।’
নরসিংদী মিরর/এফএ