নরসিংদীতে বিএনপির ঘরোয়া সভা চলাকালীন সময়ে জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণসহ ব্যাপক ভাংচুর চালিয়েছে জেলা ছাত্রদলের পদবঞ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতাকর্মীরা।
বুধবার (৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে নরসিংদীর চিনিশপুরে বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
বিএনপি দলীয় সূত্রে জানা যায়, আগামী ৮ই এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বুধবার দুপুরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন, মনোহরদী-বেলাবো আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ বিএনপির নেত্রীবৃন্দ ঘরোয়া প্রস্তুতি সভা করছিল।
এসময় হঠাৎ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপি অফিসে অতর্কিত হামলা চালায়। ওই সময় বিএনপির গেইটে ভাংচুরের পাশাপাশি দফায় দফায় ককটেল ও গুলিবর্ষণ করা হয়।তারা সময় টেলিভিশনের সাংবাদিকের মোটর সাইকেলসহ একটি অটো রিক্সার শোরুম ভাংচুর করে। এর আগে বিএনপির কার্যালয়ের প্রধান গেইটে তালা ঝুলিয়ে দেয় পদ-বঞ্চিত ছাত্রদলের বহিস্কৃত নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন বলেন, পুলিশের প্রত্যক্ষ মদদে কিছু সন্ত্রাসী বিএনপি অফিসে হামলা ও ভাংচুর চালায়। ওই সময় তারা ককটেল বিস্ফোরন ঘটায়। হামলার সময় পুলিশ উপস্থিত ছিলেন। হামলার পর পুলিশ সন্ত্রাসীদের নিরাপদে ফিরে যেতে সাহায্য করেছে।
খোকন বলেন, কেন্দ্র ছাত্রদলের কমিটি দিয়েছে। সেখানে জেলা বিএনপি কি করার আছে। এই ইস্যুকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির কিছু নেতা বিএনপিকে ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, খবর পেয়ে বিএনপির কার্যালয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নরসিংদী মিরর/এফএ