পলাশে করোনার টিকাদান কর্মসূচি উদ্ভোধন

আগের সংবাদ

পলাশে আল মুজাহিদ হোসেন তুষারের নির্বাচনী প্রচারনা 

পরের সংবাদ

ঘোড়াশাল পৌর নির্বাচনে মেয়র শরীফুল হকের গণসংযোগ

নাদিয়া ভূইঁয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১ , ৯:৫৫ অপরাহ্ণ

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার সম্ভাব্য আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র মোঃ শরীফুল হক গণসংযোগ করেছেন।

আজ রবিবার (৭ ফেব্রুয়ারি ) ঘোড়াশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে কুরাইতলী টেক মহল্লায় নির্বাচনিয় পথসভা অনুষ্ঠীত হয়।

পথ সভায় বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর মেয়র শরীফূল হক শরীফ সাহেব ও পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জাবেদ সাহেব।

এ পথ সভায় উপস্থিতছিলেন ঘোড়াশাল শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস,এম,শফী সাহেব সহ ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলাম।

সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্যপ্রার্থী ও বর্তমান মেয়র মোঃ শরীফুল হক ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে সকলের দোয়া ও সমর্থন চান।

শরিফুল হক ঘোড়াশাল পৌরসভা আওয়ামী লীগের দুই বারের সভাপতি ও দুই বারের নির্বাচিত মেয়র। গত দশ বছরে ঘোড়াশাল পৌরসভাকে মডেল পৌরসভায় গড়ে তোলেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে পুনরায় শরীফুল হককে মনোনয়নের দাবি করেন।