নরসিংদী মুক্ত দিবসে একবেলা ভালো খাবার পেল পথ শিশুরা

আগের সংবাদ

নরসিংদী হানাদার মুক্ত দিবসে নরসিংদী শহর আওয়ামীলীগের আলোচনা সভা

পরের সংবাদ

সাবেক খাদ্য মন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে নরসিংদী জেলা বিএনপির আলোচনা সভা-দোয়া

মো. রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২০ , ১:৩০ পূর্বাহ্ণ

১২ ডিসেম্বর নরসিংদী জেলা পলাশের কৃতিসন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৩৬ তম মৃত্যুবার্ষিকি।

মোমেন খানের মৃত্যুবার্ষিকি উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বিকেল ৪ টায় নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজনটি হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকন। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।

আলোচনা সভায় নরসিংদী জেলার সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং দলীয় দায়িত্বশীল আলোচনায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা, আব্দুল মোমেন খানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। মোমেন খানের ব্যক্তিগত, রাজনৈতিক জীবনের ভূয়সী প্রশংসা করেন। তারা বর্তমান সরকারের অযোগ্যতা ও একচোখা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সরকারের প্রতি নমনীয় মনোভাব প্রকাশের আহ্বান জানান বক্তারা।

নরসিংদী সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জাপ্পি বলেন,আজ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ইতিহাসের পাতায় নতুন এক সূর্যের আবির্ভাব ঘটার সম্ভাবনা ইনশাল্লাহ এ বিজয় বাংলাদেশের সকলের বিজয় হবেই হবে। জাপ্পি মোমেন খানের আত্মার চির শান্তি কামনা করেন।

সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, ঐক্যের কোন বিকল্প নেই সবাই একসাথে ঐক্যের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে পতন করে আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে তবেই ঘরে ফিরে যাবো। আমি মোমেন খানের আত্মার মাগফেরাত কামনা করি। তিনি নরসিংদীবাসীর গর্ব ছিলেন। নরসিংদী জেলা বিএনপি তাঁকে কৃতজ্ঞ ভরে আজীবন মনে রাখবে।