পলাশ ওয়াপদা গেটে ইসলামি ব্যাংক অ্যাজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

আগের সংবাদ

আইপিএল : খেলার নামে জুয়া বন্ধ হোক

পরের সংবাদ

নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।

মো.রাসেল আহমেদ,নরসিংদী সদর।

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২০ , ১১:২৫ অপরাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় জেলা বিএনপি কার্যালয়ে
এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ হোসেন জাপ্পি বলেন, বর্তমান প্রজন্মের কাছে স্পষ্টভাবে প্রমাণিত যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের এক অনন্য বীর যিনি মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে একনিষ্ঠ হয়ে এই জাতি এবং দেশকে সমৃদ্ধশীল করে তুলেছিলেন। ১৯৭৫ সালের এই দিনে জাতির বীর সন্তানকে বাংলার জনগন দেশের কান্ডারি হিসেবে স্বীকৃতি দেন। জিয়াউর রহমান আমাদের অহংকার। বাংলাদেশের শ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। আমি মনে করি জিয়াউর রহমানের শাসনকালে বাংলার মানুষ সোনালী দিন পার করেছেন।

সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলা মায়ের বীর সন্তান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রপুনরুদ্ধারে জিয়াউর রহমানের ভূমিকা অপরিসীম। তিনি আমাদের জাতীয়তাবাদী দল এবং বাংলাদের গৌরব।
আলোচনা সভায় নরসিংদী জেলা বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা দেন।