গ্রামাঞ্চলে অনলাইন ক্লাস যেন ধোঁয়াশা!

আগের সংবাদ

"এবার তোরা মানুষ হ"! ধর্ষনের প্রতিবাদে উত্তাল নরসিংদী

পরের সংবাদ

নরসিংদী জেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ ও আলোক প্রজ্জ্বলন

মিরর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০ , ১০:৫১ অপরাহ্ণ

ধর্ষনের প্রতিবাদে নরসিংদীতে জেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম রিমনের নেতৃত্বে সন্ধ্যা ৭ টায় স্বাস্থ্যবিধি মেনে নরসিংদী সরকারি কলেজ এর শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী পালিত হয়।

নোয়াখালী বেগমগঞ্জে উপজেলায় গৃহবধূকে শ্লীলতাহানি ধর্ষনচেষ্টা নির্যাতন,ঢাকা-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষন,সিলেটের এম সি কলেজে ধর্ষন,ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব নিয়ে অধর্মের কাজে লিপ্ত ধর্ষক নিপীড়ন-ভয়ভীতি প্রদশর্নের সাথে সম্পৃক্ত সকল ধর্ষণকারী ও তাদের সহযোগীতা কারীদের দ্রুত গ্রেফতার এবং নারীর প্রতি সহিংসতার স্হায়ী অবসানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় নরসিংদী জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক রিমন ছাড়াও,সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিব হাসান,যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল কনক,সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সিফাত সহ জেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্হিত ছিলো।

এসময় বক্তারা,ধর্ষকদের বিরুদ্ধে দেশের যেই প্রচলিত আইন সেটার সংস্কার করে ধর্ষকের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের জোর দাবি জানিয়ে ধর্ষন মামলার সকল আসামীর গ্রেফতার দাবি করেন। যারা ধর্ষন নিয়ে গনমানুষের এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রুপান্তরিত করছে তাদের বিরুদ্ধে তীব্র হুশিয়ারী জানান।প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো ও তার নামে কটুক্তিমূলক স্লোগান ও বক্তব্যের তীব্র নিন্দা জানান।