কালোবাজারিরা আজকে সবচেয়ে বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশীদ হারুন। তিনি বলেছেন, ‘সরকারের ক্ষমতার লোভের কারণেই আমরা পথ হারিয়ে ফেলেছি। অপরাধে অভ্যস্ত একটা জাতিতে আমরা পরিণত হয়ে গেছি।’
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিএনপিদলীয় এমপিদের ‘বাজেট পর্যালোচনা ২০২০-২১ ও চলমান করোনা পরিস্থিতি’ বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, ‘এই করোনার সময় যে বাজেট ঘোষণা করা হয়েছে সেটাকে কোনো মিডিয়ায় আমি দেখিনি যে স্বাগত জানিয়েছে। আওয়ামী লীগের যারা বাজেট বিশেষজ্ঞ, তারা কেউ এই বাজেটকে স্বাগত জানিয়েছেন সেটাও আমি দেখিনি। বাজেট প্রতিক্রিয়ায় সকলেই বলেছেন, এটা একটা অস্বাভাবিক এবং কল্পনাবিলাষী বাজেট।’