নরসিংদীতে মেডিকেল কলেজ নির্মাণের দাবি আজ জাতীয় সংসদে উত্থাপন করলেন নরসিংদী-৩ শিবপুরের এমপি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,নরসিংদী বাসীর দীর্ঘদিনের দাবী,দীর্ঘ দিনের প্রত্যাশা নরসিংদী জেলায় একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবংএকটি বিশ্ববিদ্যালয় করার প্রত্যাশা করছি।প্রধানমস্ত্রী প্রতিটি জেলায় একটি বিশ্ববিদ্যালয় করার প্রকল্প গ্রহন করেছেন সেই প্রকল্পের অগ্রাধিকার ভিত্তিতে যেন নরসিংদী জেলায় একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবংএকটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানাই।
নরসিংদী জেলায় মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি।
নরসিংদী একটি সুপ্রাচীন ও বিখ্যাত নাম। আড়িয়াল খাঁ, স্রোতস্বিনী মেঘনা ও শীতলক্ষ্যার সুকোমল জলধারায় প্লাবিত এর জনপদ। দেশের অন্যতম নদীবন্দর ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এটা সুপরিচিত।