৬ ডিসেম্বর দুপুর ২ টা ৪৫ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের হাতে ৩ জন মাদক ব্যবসায়ি আটক হয়েছে। আটককৃত আসামীরা পৌর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি।
আটককৃতরা হল পৌর শহরের রাঙ্গামাটি এলাকার সিরাজ মিয়ার ছেলে হৃদয় মিয়া(৩১), দক্ষিণ কান্দা পাড়ার মোস্তফা মিয়ার ছেলে সুজন মিয়া(২৬) এবং দক্ষিণ কান্দা পাড়া এলাকার আমির হোসেনের ছেলে বিজয় মিয়া(২৩)।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই তাপস কান্তি পাল ও এএসআই আনোয়ার হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন!
গোয়েন্দা পুলিশ জানায়, নরসিংদী মডেল থানার আওতাভুক্ত পৌর শহরের দক্ষিণ কান্দা পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা পাওয়া গেছে। যার বাজার মূল্য ৯০০০০(নব্বই হাজার টাকা)
আসামী হৃদয়ের বিরুদ্ধে ৮ টা, সুজনের বিরুদ্ধে ৪ টা ও বিজয়ের বিরুদ্ধে ৩ টা করে মামলা চলমান রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আজ আবার নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।