নরসিংদীতে ইয়াবাসহ শাফিরুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার কালাই গোবিন্দপুর এলাকায় শাফিরুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত শাফিরুল ইসলাম সদর উপজেলার কালাই গোবিন্দপুর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ তার দল নিয়ে সদর উপজেলার কালাই গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাফিরুলকে নিজ বাড়ীর উঠান হতে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি থেকে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।