নরসিংদীতে ৩৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগের সংবাদ

গ্রামাঞ্চলে অনলাইন ক্লাস যেন ধোঁয়াশা!

পরের সংবাদ

মহামারি করোনার কারণে বাতিল এইচএসসি; বিকল্প মূল্যায়ন ব্যবস্থা

ইসরাত জাহান পূর্ণিমা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০ , ৭:৪৫ অপরাহ্ণ

করোনার কারনে পি.এস.সি ও জে.এস.সি পরীক্ষার মতো এবার বাতিল হলো এইচ.এস.সি পরীক্ষা। জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার ফলাফলের গড়ের ভিত্তিতে এইস.এস.সি পরীক্ষার্থীদের ফলাফল নির্ধারন করা হবে।

বুধবার দুপুরে এক অনলাইন মতবিনিময় সভায় এসব জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আরও জানান, অনেক শিক্ষার্থী এস.এস.সি তে যে বিভাগে পাশ করেছে এইচ.এস.সি তে যেয়ে তারা বিভাগ পরিবর্তন করেছে এরূপ শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন আলোচনা ও গবেষণা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

সকল দিক বিবেচনা করে ডিসেম্বরে ফলাফল ঘোষনা করা হবে বলেও জানান তিনি।করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যেন জানুয়ারি থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

তবে এইস.এস.সি পরীক্ষা না হওয়ায় অনেক শিক্ষার্থীরা মন:ক্ষুন্ন। অনেকেই এইচএসসিতে আগের চেয়ে ভাল ফল পাওয়ার চিন্তায় এবং দীর্ঘসময় বন্ধ পাওয়ায় অনেকেই বাড়িতে বসে পরীক্ষার জন্য ভাল প্রস্তুতি গ্রহন করেছিল। তবে পরীক্ষার্থীদের স্বাস্থ্য, তাদের পরিবার এবং সার্বিক দিক বিবেচনা করেই উক্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ।

বিষয়: