২৪ ঘণ্টায় ঝড়লো আরো ৪১ প্রাণ, শনাক্ত ৩,০৫৭

আগের সংবাদ

মুজিববর্ষে চিনাদী বিলে শিবপুর উপজেলা প্রশাসনের বৃক্ষরোপন

পরের সংবাদ

“আমগো বাড়িডা মনে হয় আর রাখতে পারুম না”

মো.রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: জুলাই ২১, ২০২০ , ৪:২৫ অপরাহ্ণ

“আমগো বাড়িডা মনে হয় আর রাখতে পারুম না। বৃষ্টিতে ভাইঙা যাইবগা।” এভাবেই বাড়ির জন্য আফসোস করছিলেন আবেদ আলী। তিনি নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। আবেদ আলী পেশায় মটর চালিত অটোরিক্সা ড্রাইভার।

হাড়ি ভাঙা নদীর মোহনায় তার একটি আধা পাকাবাড়ি। বাড়ির প্রাচীর ঘেঁষে রয়েছে ইউনিয়ন পরিষদের নিষ্কাশন ব্যবস্থার জন্য বরাদ্দকৃত জায়গা। যা মোটামুটি অনেক গভীর। এখানে নালা করার কথা থাকলেও ইউনিয়ন পরিষদ এখনো কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

গত দুদিনের ভারী বর্ষণে আবেদ আলীর বাড়ির কিছু অংশে ভাঙন ধরে ধ্বসে পড়ে গেছে। যে কোনো সময় তার ঘরটিও ভেঙে গর্তে পড়ে যেতে পারে। আবেদ আলী বলেন, অনেক কষ্টে তৈরি করা তার বাড়িটি ভেঙে গেলে স্ত্রী কন্যা সহ রাস্তায় নামতে হবে।

এ ব্যাপারে ৩নং ওয়ার্ডের মেম্বার খোকন মিয়ার সাথে আলাপ হলে, তিনি জানান, আবেদ আলীর বাড়ি যাতে রক্ষিত থাকে অতিদ্রুত তিনি পরিষদে কথা বলে ব্যবস্থা নিবেন।

নকি