অসহায়দের পাশে নরসিংদী মডেল কলেজ

আগের সংবাদ

করোনা আর কখনো বিদায় নিবে না!

পরের সংবাদ

এবার স্বেচ্ছাসেবীদের পাশে দুই সংগঠন

মিরর ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২০ , ৬:২৫ অপরাহ্ণ

করোনার বিপর্যয়ের এ সময়ে অনেক মানুষ কর্মহীন হয়ে আর্থিক সংকটে রয়েছেন। যারা বিভিন্ন সময়ে-সংকটে স্বেচ্ছাসেবক হয়ে মানুষের পাশে দাড়াতেন
তাদের অনেকেও পরিস্থিতির কারণে বিভিন্ন সমস্যায় রয়েছেন। তাদের কথা চিন্তা করে তাদের পাশে দাড়িয়েছে ‘পলাশের পাপড়ি’ ও ‘উৎসর্গ’নামের দুটি সামাজিক সংগঠন। শুধু স্বেচ্ছাসেবদের জন্য এ সহযোগিতা প্রদানের ক্ষেত্রে সামাজিক অবস্থান বিবেচনায় গোপনীয়তা বজায় রাখা হবে বলেও জানানো হয়
আয়োজকদের পক্ষ থেকে।

স্বেচ্ছাসেকদরে উদ্দেশ্যে সংগঠন দুটের পক্ষ থেকে ফেসবুকে প্রকাশিত একটি খোলা চিঠি হুবহু তুলে ধরা হলো..

প্রিয় সেচ্ছাসেবক ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম।

“সম্পর্ক হোক সহযোগিতার”

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের ক্লান্তিলগ্নে আমরা সকলেই হতাশাগ্রস্ত অবস্থায় আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছি।  এমতাবস্থায় গরীবদের পাশে বিত্তবানরা, চাকুরীজীবিদের পাশে মালিক সমিতি এবং যে যেভাবে পারছে মানুষের পাশে দাড়াচ্ছে, কিন্তু আমাদের আশেপাশে একদল মানুষ রয়েছে যারা সেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন সময় মানব সেবায় মানুষের পাশে দাড়িয়েছে,  কিন্তু তাদের পাশে এই সময়ে কেউ নেই, বর্তমান অবস্থায় সেইসব সেচ্ছাসেবকরা আর্থিকভাবে অসচ্ছল ও কর্মহীন হয়ে পরার কারণে নিজেদের পরিবার নিয়ে সমস্যায় পড়ে গেছে, কারণ আমাদের দেশের সেচ্ছাসেবকরা বেশির ভাগই নিন্মবিত্ত ও মধ্যবিত্ত।

এমতাবস্থায় তারা কারো কাছে তাদের সমস্যার কথা গুলো বলতে পারছে না, কারণ যেই হাত গুলো সারাজীবন মানব সেবায় কাজ করেছে তারা কারো
কাছে হাত পাততে পারছে না, আর তাদের জন্যই আমাদের এই মানবিক উদ্যোগ। এটি সাহায্য নয়, এক সেচ্ছাসেবক ভাইদের পক্ষ থেকে আরেক সেচ্ছাসেবক ভাই বোনদের জন্য ভালোবাসার সহযোগিতা।

তাই আপনিও যদি পরিবার নিয়ে সমস্যায় থাকেন তাহলে লজ্জা না করে আমাদের জানাতে পারেন, আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের কাছে আমাদের ভালোবাসার উপহার পৌছে দিবো ইনশাআল্লাহ। মনে রাখবেন আমরা আমরাই তাই আপনারা যদি সমস্যায় থাকেন  তাহলে সমস্যার কথা আমাদের জানিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা আমাদের মতো করে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।
বি.দ্র. শুধুমাএ সেচ্ছাসেবক ভাই ও বোনদের জন্য।

নকি