বেদখল জমি ফিরে পেতে শিল্পমন্ত্রীর দপ্তরে প্রতিবন্ধী মোবারক!

আগের সংবাদ

জনকল্যাণে চরসিন্দুর বাজারে উন্নয়ন কাজের উদ্বোধন

পরের সংবাদ

ঘোড়াশালের বিল থেকে বিলুপ্ত হচ্ছে শাপলা

এম এ মঈন মিয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০ , ১১:২২ অপরাহ্ণ

ঘোড়াশালের বিলগুলিতে ঘুরে দেখা যায় জাতীয় ফুল শাপলা প্রায় নেই বললেই চলে। ঘোড়াশাল কুমারটেক গ্রামের বিপুল হোসেনের সাথে কথা বলে জানা যায় একসময় বিলগুলিতে প্রচুর শাপলা ফুটত। বিগত দুই বছর যাবত তেমন একটা ফুল দেখতে পাওয়া যায় না।

বিলুপ্ত হওয়ার কারন জানতে চাইলে। তিনি বলেন মানুষ শাপলা গাছের মূল (স্থানীয় ভাষায় হালু ) তুলে খেয়ে ফেলছে। বছরের পর বছর এই রকম চলতে থাকায় এখন আর শাপলা ফুল দেখা যায় না। তিনি আরো জানান এখনি স্থায়ী কোন ব্যবস্থা না নিলে শাপলা ফুল চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।

তাই সবাইকে জাতীয় ফুল শাপলা কে বাচিঁয়ে রাখতে সচেতন হওয়ার আহ্বান স্থানীয়দের।