রায়পুরায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আগের সংবাদ

কিংবদন্তির চিরবিদায় !

পরের সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মনিটরিং সেল উদ্বোধন

মো.রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০ , ১১:২৫ অপরাহ্ণ

হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মনিটরিং সেলের উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) নরসিংদী পৌর শহরের ‘সেবা সংঘ’ মোড়ে সন্ধ্যা ৭ টায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

প্রধান অতিথি হিসেবে কথা বলছেন নরসিংদী জেলা পুলিশ সুপার, প্রলয় কুমার জোয়ারদার।

নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উত্তম মোদকের সভাপতিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মনিটরিং সেলের উদ্বোধন করেন পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পূজার নিরাপত্তার জন্য পুলিশের মনিটরিং সেল সক্রিয় থাকবে। পাশাপাশি পুলিশের মোবাইল টিমও পূজার সার্বিক নিরাপত্তায় কাজ করবে।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেক পূজা মন্ডবে স্যানিটাইজেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, নরসিংদীতে হিন্দু মুসলিম ও অন্যন্যা ধর্মের লোকেরা হাজার বছর ধরে সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। সামনের দিনগুলিতেও সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি খারাপ হওয়ায় এবার পূজায় তেমন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে পূজার সকল আচার পালন করতে হবে। তিনি পূজায় সকলকে মাস্ক ব্যবহারে যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তিনি পৌর শহরের ত্রিশটি মন্ডবে ৫০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। গরিব ও অসহায়দের জন্য পূজার উপহার হিসেবে শাড়ি লুঙি বিতরণ করেন।

অনুষ্ঠানে পৌর এলাকার ত্রিশটি মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নকি