নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের খান বাড়ী নামক গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম উপজেলার রাধানগর ইউনিয়নের খান বাড়ী নামক গ্রামের মোছলেম খানের স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্বজনরা জানায়, আনোয়ারা বেগম বাড়িতে গরু পালন করেন। বুধবার সকালে বাড়িতে গরুর ঘরে থাকা পানির পাম্প চালু করে ঘরের ভিতর ইঁদুরের গর্তে পানি দিচ্ছিলেন। এমন সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর ঘরে পড়ে থাকেন। কিছুক্ষণ পর নিহতের স্বামী গরুকে পানি খাওয়ানোর জন্য ভূষি নিতে ঘরে ঢুকলে আনেয়ারাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে পরিবারের লোকজন আনোয়ারাকে উদ্ধার করে দেখে সে মারা গেছে।
রায়পুরা থানার উপ-পরিদর্শক মো. ফরিদ শেখ বলেন, পাম্প ও তারের কোন ত্রুটি থেকেই এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়।