সোমবার সকালে নরসিংদীর পলাশ উপজেলায় প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়। বিভিন্ন ইউনিয়নের বোরো ধান উৎপাদনকারী কৃষকের মাঝে ইউরিয়া সার ৩৫ কেজি, ডিএপি ১৬ কেজি, এমওপি ১৬ কেজি, জিপসাম ১০ কেজি, দস্তা সার ১ কেজি, প্রদর্শনীর সাইনবোর্ড এবং ব্রিফিং ভাতা ও আন্তঃপরিচর্যা বাবদ ১৫০০ টাকার চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ আবু নাদির সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এ বীজগুলো আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের। এই প্রদর্শনীসমূহের মাধ্যমে উন্নত জাতের অধিক ফসল উৎপাদন করবে।