নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদ ভবনের নবনির্মিত কমপ্লেক্স শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৪/০৯/২০২০ তারিখ বেলা ১১ টায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়।
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ও ডাংগা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাবের উল হাই এর সভাপতিত্বে নবনির্মিত ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জাবেদ হোসেন জাবেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন।
উক্ত অনুষ্ঠানে ডাংগা ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।