মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে নরসিংদী শহর আওয়ামীলীগের আয়োজনে দোয়া,পঙ্গু, দুস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় প্রায় একশত দুস্থ অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পঙ্গু ব্যক্তিদের হুইল চেয়ারও প্রদান করা হয়েছে।
শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মতিন ভুঞা।
আঃ মতিন ভুঞা বলেন, রাখে আল্লাহ মারে কে? বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনা কেও বার বার হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু শেখ হাসিনাকে আল্লাহ বার বার বাঁচিয়ে দিয়েছেন। তিনি শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
কামরুজ্জামান কামরুল বলেন, আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন বাংলাদেশ তাঁর হাত ধরে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে।