কালের সাক্ষী ডাংগা লক্ষণ সাহার বাড়ি

আগের সংবাদ

শিল্পমন্ত্রী দাঁড়িয়ে অথচ বসে আছেন ইউএনও! ভাইরাল ছবিতে জেলাব্যাপী তোলপাড়

পরের সংবাদ

আন্তর্জাতিক কফি দিবস আজ

নিশাত তাসনিম

প্রকাশিত: অক্টোবর ১, ২০২০ , ৬:৩৬ অপরাহ্ণ

আজ আন্তর্জাতিক কফি দিবস । এ দিবসটিতে কফি প্রেমীরা তাদের প্রিয় এ পানীয়টি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পান করে থাকেন।
কফি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় পানীয়।কফি শরীরের জন্য উপকারী। কফি শরীরের ক্লান্তি দুর করে।
শহুরে জীবনে পানীয় হিসেবে কফি বেশ জনপ্রিয়। কফি যেমন শরীর চাঙা করে তোলে, তেমনি বিপরীত ফলাফলও আছে।

কফিতে আছে ক্যাফেইন। ফিমেলফার্স্ট ডটকো ডটইউকে’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা অনুসারে শরীরে খুব বেশি হলে দৈনিক ৪০০ মি.গ্রাম ক্যাফেইন নেওয়া যেতে পারে। তবে কফি ছাড়াও চা, চকলেট ও রঙিন কোমল পানীয়তেও আছে ক্যাফেইন।

যুক্তরাজ্যের দি গ্লেন হাসপাতাল ব্রিসটলের কনসালটেন্ট সার্জন এবং ওজন কমানোর বিশেষজ্ঞ স্যালি নরটন, ক্যাফেইন গ্রহণের সুবিধা অসুবিধার চিত্র তুলে ধরেন।

কিছু গবেষণায় দেখা গেছে ক্যাফেইন হৃদপিণ্ডের রক্তসরবরাহকারী ধমনীতে রক্ত চলাচল ধীর করে দেয়।তাছাড়া বুকধড়ফড়ানি, অনিয়মিত হৃদস্পন্দন বা উচ্চ রক্তচাপের জন্যেও শরীরের অতিরিক্ত ক্যাফেইন দায়ী।