জলাতঙ্ক একটি মরণব্যাধী। কুকুরের মাধ্যমে রোগটি সংক্রামিত হয়। বিশ্বে প্রতি ৯ মিনিটে ১ জন ও বছরে ৫৫ হাজার মানুষ এ রোগে মৃত্যুবরণ করে।
বিশ্বব্যাপী জলাতঙ্ক নির্মুলে “মাড ডগ ভ্যাক্সিনেশন” কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞানী লুইপাস্তুর আবিস্কার করেছিলেন জলাতঙ্কের টিকা,যার ফলে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এ মহান বিজ্ঞানীর মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব জলাতঙ্ক দিবস।
বিশ্ব স্বাস্থ্য সংস্হাসহ আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে কুকুর কামড়জনিত জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়বে। বৈশ্বিক উদ্যােগের অংশীদার হিসাবে বাংলাদেশ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।