শরৎকাল মানেই কাশফুল। কাশফুল দেখার জন্য বা কাশফুলে ছবি তুলবে। সেই আশায় অনেকেই দূর-দূরান্তে ছুটে যায়। পলাশ থানার ইছাখালীতেই রয়েছে কাশফুল এর বিশাল বিস্তৃতি।
তালতলি বাজারের দক্ষিন পাশে ইছাখালি গ্রামে দেশবন্ধু কোম্পানির জন্য ফালানো বালুতেই বিশাল জায়গা জুরে জেগে উঠেছে কাশফুল। আশেপাশের মানুষ অর্থ ও সময় বাচিতে এবং বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে নিজের এলাকায়ই দেখতে পারবে শরৎকালের কাশফুল।