পলাশ উপজেলার শিক্ষামূলক সংগঠন “জ্ঞানাঞ্জলি গণগ্রন্থাগার” এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ জাবেদ হোসেন (জাবেদ) উপজেলা চেয়ারম্যান,পলাশ,নরসিংদী ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম গাজী চেয়ারম্যান জিনারদী ইউনিয়ন পরিষদ,পলাশ,নরসিংদী ৷ সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সুনীল চন্দ্র চক্রবর্তী হোমিও প্র্যাকটিশনার, স্বস্তিকা হোমিও চিকিৎসালয়,পন্ডিতপাড়া বাজার ৷ অমর রঞ্জন রায় সহকারী অধ্যাপক,ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজ ৷ ডাঃ রাম চন্দ্র দাস মেডিকেল অফিসার,নরসিংদী জেলা হাসপাতাল,নরসিংদী ৷ মোঃ রনি প্রধান সভাপতি,জিনারদী ইউনিয়ন ছাত্রলীগ,পলাশ,নরসিংদী ৷ আবুল হাসেম বিশিষ্ট ব্যবসায়ী,রুপসী বাংলা ফিড,বরাব,পলাশ,নরসিংদী ৷ নৃপেন্দ্র রায় ক্রিড়া শিক্ষক,রাবান উচ্চ বিদ্যালয় ৷ ডাঃ জয়ন্ত দে(শুভ্র) ওরাল এন্ড ডেন্টাল সার্জন,মমতা ডেন্টাল পয়েন্ট,খানেপুর বাজার,পলাশ,নরসিংদী ৷
জ্ঞানাঞ্জলি একটি গ্রন্থাগারকেন্দ্রিক শিক্ষামূলক সংগঠন ৷ এই গ্রন্থাগার এর মূল উদ্দেশ্য হলো:
১.সৃজনশীল ও মেধাবী জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করা ৷
২.এলাকার ছাত্র-ছাত্রীদের বই পড়ায় উদ্বুদ্বকরন ও পাঠকসমাজ গড়ে তোলা ৷
৩.উচ্চশিক্ষার্থে ও ক্যারিয়ার গঠনে গাইড লাইন প্রদান করা ৷
৪.সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠন ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করা ৷