বুধবার নরসিংদী স্টুডেন্ট ফর হিউমিনিটি (এস এফ এইচ) এর এক বছর পূর্তি উপলক্ষ্যে শতাধিক পথশিশু, অসহায়, দুস্থ মানুষের মাঝে নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
স্টুডেন্ট ফর হিউমিনিটি (এস এফ এইচ) ছাত্র,ছাত্রীদের নিয়ে কাজ করে যাচ্ছে অবিরাম। পাশাপাশি তারা ব্লাড ডোনেশন এর কাজেও অগ্রগামি। এছাড়াও পথশিশু অসহায় মানুষের পাশে থাকতেই যেন তারা আনন্দ খুঁজে পায়।
যার ধারাবাহিকতায় দিন দিন “স্টুডেন্ট ফর হিউমিনিটি ” (এস এফ এইচ) ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। স্টুডেন্ট ফর হিউমিনিটির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম জানান, আমাদের মূল শক্তি আমাদের ভলেন্টিয়াররা । তাদেরকে ছাড়া আসলে কিছুই সম্ভব না। আজকের এই প্রোগ্রামে ও সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে স্টুডেন্ট ফর হিউমিনিটি এর ভলেন্টিয়াররা। সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের প্রোগ্রামটি সফল ভাবে শেষ হয়েছে।আমরা সেখানে অনেকগুলো হাসিমুখ দেখতে পেরেছি।
এই শীতে উপহার দিতে পেরেছি একটু উষ্ণতা, এটাই আমাদের সফলতা।এরকম উদ্যোগ আমাদের পক্ষ থেকে ভবিষ্যতে আরো নেওয়া হবে ইনশাআল্লাহ!