স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহান বিজয় দিবসে জ্ঞানাঞ্জলি গণগ্রন্থাগারের উদ্যোগে পাঁচশত পতাকা তৈরি করা হয় ৷ যেগুলো পলাশ থানার জিনারদী ইউনিয়নের বরাব,কুড়াইতলী,রাবান,কাটাবের,সানেরবাড়ী,ধলাধিয়া,চামরাবর বিভিন্ন দোকানে উত্তোলনের জন্য বিতরণ করা হয়েছিল ৷ পতাকা গুলো আজ মহান বিজয় দিবসে সূর্যোদয়ের পর উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের পর পর সম্মানের সহিত নামিয়ে ফেলা হয় ৷
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পিতার সম্মানার্থে জ্ঞানাঞ্জলি গণগ্রন্থাগার এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিল এবং অন্তত চমৎকারভাবে তা বাস্তবায়ন করেছে ৷ পাঁচশত পতাকা বিতরণ ও উত্তোলন কর্মসূচি শুভ উদ্বোধন করেন জ্ঞানাঞ্জলি গণগ্রন্থাগারের সভাপতি সজীব দে ৷ পতাকা বিতরণ করেন অত্র এলাকার সম্মানিত বিভিন্ন ব্যক্তিবর্গ ও জ্ঞানাঞ্জলি গণগ্রন্থাগারের সম্মানিত সদস্যবৃন্দ ৷