৩০ নভেম্বর ২০২০ সোমবার, নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিসভা।
সভার শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, শোকাবহ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযুদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, জেলা প্রশাসন, নরসিংদী করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে স্বাস্হ্যবিধি মেনে সরকারি সকল নির্দেশনার আলোকে যথাযথ মর্যাদার সাথে মহান বিজয় দিবস-২০২০ উদযাপনের লক্ষ্যে সকল অংশীজনদের নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে।
জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে যথাসম্ভব জনসমাগম পরিহার করে মহান বিজয় দিবসের চেতনা ও ভাবগাম্ভীর্যকে পরিস্ফুটিত করার নিমিত্তে জেলার সকল পর্যায়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটিকে উদযাপনের আশাবাদ ব্যক্ত করে সভাপতি স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস-২০২০ উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও সার্বিক সহায়তার আহবান জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন!