মুসাফির সাহিত্য সংসদে'র ২য় বার্ষিকীতে ৩৫ সংগঠনকে সম্মাননা

আগের সংবাদ

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার করোনায় আক্রান্ত

পরের সংবাদ

মানবতার সেবা করাই যাদের অঙ্গিকার!

আকরাম হোসেন

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২০ , ১০:১০ অপরাহ্ণ

১৩ রা নভেম্বর শ্রক্রবার ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটি কতৃক বিনামূল্যে ব্লাড নির্ণয় ক্যাম্পিং আয়োজন করা হয়।

রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠন টি প্রতিনিয়ত বিনামূল্যে ব্লাড নির্ণয় ক্যাম্পিং করে আসছে। তার ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম।
স্থান, মধ্যেরচর বাজার সংলগ্ন, শিমুলকান্দি, ভৈরব।

” ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটির ” এমন একটি সামাজিক সংগঠন যেখানে তাদের প্রতিটি কর্মী বিনা মূল্যে রক্ত দান ও ব্লাড নির্ণয় করে আসছে। যাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মানবতার কল্যাণে কাজ করা।

মানুষের বিপদের সময় পাশে থাকাই যেন এই সংগঠনের প্রতিটা সদস্যের অন্যতম দায়িত্ব।
যার সূত্র ধরে, তারা প্রতিনিয়ত বিনামূল্যে রক্তদান ও ব্লাড নির্ণয় কর্মসূচি চালিয়ে আসছে।

সংগঠন টি প্রতিষ্ঠা লাভ করে ৩রা মার্চ ২০১৯ সালে।দীর্ঘ এই এক বছরের ব্যবধানে তারা প্রায় ৩২০০ সহযোদ্ধা পেয়েছেন। তারা প্রতিনিয়ত মুমূর্ষু রোগীদের কে রক্ত দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করে।গর্ভবতী মহিলা,দুর্ঘটনার শিকার, মুমূর্ষু রোগী, যাদের রক্তের প্রয়োজন তাদের কে বিনামূল্যে রক্ত দান করে থাকে ।বর্তমানে তারা বাংলাদেশের বিভিন্ন যায়গায় গিয়ে রক্তে দিয়ে থাকেন।

সংগঠন এর সভাপতি, বায়েজিদ আহমেদ জানান,
বিনামূল্যে রক্তদান ও ব্লাড নির্ণয় করা তাদের অন্যতম লক্ষ্য। তারা প্রতিনিয়ত মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকবেন বলে জানান।
তিনি আরও বলেন, সংগঠন এর প্রতিটি কর্মী আমৃত্যু মানবতার সেবায় কাজ করে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও তিনি দেশবাসীর কাছে সংগঠন এর সকলের জন্য দোয়া কামনা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক জানাই,
রক্তের অভাবে যেন কেউ মারা না যাই এই লক্ষে আমরা বন্ধুরা মিলে ৩রা মার্চ ২০১৯সালে এই সংগঠন টি প্রতিষ্ঠিত করেছি এবং নিয়মিত রক্তদান করে আসতাছি।

আমরা যেকোনো প্রয়োজনে স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাহায্য করার চেষ্টা করি।

সাধারণ সম্পাদক আকাশ আহমেদ দেশবাসীর উদ্দেশ্য বলেন, বাংলার প্রতিটি ঘরে তৈরি হয়ে উঠুক রক্তাদাতা।

মানবতার সেবার উজ্জ্বল দৃষ্টান্ত” ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটি ” সংগঠনের মূল স্লোগান “মানবতার কল্যানেই আমাদের পথচলা, রক্ত দিন জীবন বাঁচান”

নেই কোনো হারাবার ভয়, নতুন প্রাণের সঞ্চয়।
নিজের রক্ত বইছে অন্যের শিরা উপশিরায়।
এইতো মানবতার পরিচয়।তায় যেন প্রামাণ করে দিল “ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটি ”

যে সকল রোগী রক্তের অভাবে মারা যায়, তাদের জন্য, ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটি বিনামূল্যে রক্তদান করে আসছে।

অথচ বাংলাদেশ পানি কিনতে টাকা লাগে, কিন্তু রক্ত কিনতে এখন টাকা লাগবো না। কারণ এই তরুণ তরুণীদের মধ্য উচ্ছসিত হয়েছে মানবতা
যার জন্য তারা আজ মানবের কল্যানে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, তারা বিনামূল্যে রক্ত পরিক্ষা করতে পারায়,যেকোনো বিপদে রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে পারবে।

স্থানীয় লোকেরা “ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটির” দীর্ঘআয়ু কামনা করছেন।
সেই সাথে যারা বিনামূল্যে রক্ত নির্ণয় করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

সমাজে এই রকম মানুষ থাকলে দেশ পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে। দেশের সুশীল সমাজ “ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটির” প্রতি শ্রদ্ধাশীল।
সেই সাথে এমন হাজারো যায়গায় এমন সংগঠন গড়ে তুলার আহবান করছে।

উল্লেখ্য, বিনামূল্যে রক্তের গ্রপ নির্ণয় ক্যাম্পিং আয়োজনে , মেসার্স উদয়ন পোল্ট্রি ফিড!

নকি