নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত শিক্ষা সেবায় নিয়োজিত ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ। করোনার প্রভাবে খুব কষ্টে জীবন-যাপন করছে নরসিংদী জেলা প্রাইভেট কলেজ সমূহের অধিকাংশরা। ঈদের পূর্বে ঈদ উপহার তুলে দিলেন নরসিংদী জেলা স্কুল-কলেজ শিক্ষক সমিতি (নকশিস) এর প্রাইভেট কলেজ শাখা। নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ ও নকশিস প্রাইভেট কলেজ শাখার সভাপতি প্রফেসর কামরুল ইসলামের আহবানে ও সাধারণ সম্পাদক সাহিদুল বাহার খান রাসেল, অধ্যক্ষ, স্কলাস্টিকা মডেল এর পরিচালনায় আজ ২৭ জুলাই নকশিস প্রাইভেট কলেজের এক মিলনায়তনে বেলা ১২.টায় এ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নকশিস এর সভাপতি ড.মশিউর রহমান মৃধা। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী ইউনাটেড কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান (অনিক), মাজেদুল ইসলাম (কো-অর্ডিনেটর) স্কলাস্টিকা মডেল কলেজ, মোতাহার হোসেন (অনিক), চেয়ারম্যান-নবধারা শিক্ষা পরিবার, মহসিন শিকদার, মাসুদুর রহমান রানা- প্রভাষক,নরসিংদী মডেল কলেজ। এ সময় শিক্ষক সমিতির কর্তারা বলেন করোনার প্রভাবে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের সিংহভাগ জনশক্তি বন্দি রয়েছে মাসিক সম্মানী থেকে। এদের মধ্যে থেকে কিছু সংক্ষক জনশক্তিকে তাদের শ্রমের অর্ধেক সম্মানী দেয়া হচ্ছে। তারা আরো বলেন আপনারা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই জীবন অতিবাহিত করছেন। তবুও আপনাদের ধন্যবাদ যে সকল পরিস্থিতিতে আপনারা নিজেদের মানিয়ে নিতে পেরেছেন।ভ বিষ্যৎ এ নকশিস এর মাধ্যমে আমরা আপনাদের আরো সেবা দেয়ার স্বপ্ন দেখি।