রায়পুরা পলাশতলীতে বিএনপির ত্রাণ বিতরণ

আগের সংবাদ

করোনায় জার্মানিতে প্রথম মাঠে ফিরছে ফুটবল

পরের সংবাদ

নতুন মৃত্যু ১৫, শনাক্ত আরও ১ হাজার ২০২

মিরর ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২০ , ৪:৫৩ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২০২ জন। দেশের ৪১ টি ল্যাবে মোট ৮ হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৯৮ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ২০ হাজার ৬৫ জন। নতুন করে ২৭৯ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩ হাজার ৮৮৩ জন। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২  জনের নমুনা।

শুক্রবার (১৫ মে) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং নারী ৮ জন। নতুন করে আইসোলেশনে নেয় হয়েছে ২৫৯ জনকে। দেশে প্রবেশের সময় ক্রিনিং করা হয়েছে ১ হাজার ১১৬ জনকে।

উল্লেখ্য, গতকাল মৃত্যু হয়েছিল ১৪ জনের এবং একদিনে  আক্রান্ত হয়েছিল মোট ১০৪১ জন। ফলে গতকালের চেয়ে আজকে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬১ টি এবং মৃত্যু বেড়েছে ১ টি।

 

নকি