নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা যুবলীগের উদ্যোগে শহরের জেলা আওয়াামীলীগের কার্য্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ সাধারন সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, শামসুল আলম অনিক, নরসিংদী শহরআওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সাধারণসম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ সহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতার মার্কা নৌকা, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা। বর্তমান সরকারের আমলে দেশ এখন উন্নয়নের মহাসড়কে।দেশে নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় নরসিংদীতে ব্যাপক উন্নয়নের কাজ করা হয়েছে। নরসিংদী থেকে চাদাঁবাজ সন্ত্রাস দূর করা হয়েছে।
বতর্মান নরসিংদী শান্তপূর্ণ শহরে পরিণত হয়েছে। আসন্ন ১৪ ফেব্রুয়ারী নরসিংদী পৌর নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানানো হয়।