বঙ্গবন্ধুর দৌহিত্র ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান নরসিংদীতে মনোহরদী পৌরসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেন।
তিনি শুক্রবার (০৮ জানুয়ারি) বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর যুবলীগ,মনোহরদী উপজেলা আওয়ামী লীগ, যুুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলালীগ সহ দলীয় নেতাকর্মী ও মেয়র আমিনুর রশিদ সুজনকে সাথে নিয়ে মনোহরদী পৌর শহরের বিভীন্ন অলিগলিতে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
পরে শুক্রবার রাতে পৌর শহরের ২নং ওয়ার্ডে নৌকার পক্ষে এক উঠান বৈঠকে অংশ নেন তিনি।
এ উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ও বাংলাদেশ যুব মহিলালীগের সংগঠনিক ফারজানা ইয়াসমিন বিল্পবী সম্পাদক, কেন্দ্রীয় কমিটির আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ কাজী মাজহারুল ইসলাম, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন,মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক ও সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় সহ দলীয় নেতৃবৃন্দ।