বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা। তিনি আমাদের উপহার দিয়েছেন লাল সবুজেন পতাকা একটি স্বাধীন ভুখন্ড। আন্দোলন সংগ্রামের মূর্তপ্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বিশ্বজুড়ে মহামানবদের ভাস্কর্য আছে। যাঁরা কালে কালে দেশ, জাতি ও সভ্যতার ক্রমবিকাশে অসামান্য অবদান রেখেছেন জাতি তাঁদের চিরস্মরণীয় করে রাখতে এসকল মহামানবদের ভাস্কর্য তৈরি করে রেখেছে। যাতে করে নতুন প্রজন্ম দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। বঙ্গবন্ধুর মত মহামানবদের ভাস্কর্য দেখে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।
তাই আমি বলব যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিয়েছেন তারা আমার পিতার গায়ে হাত দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের কোটি কোটি সন্তান এখনো বেঁচে আছে। আমরা আপনাদের ক্ষমা করবনা। আপনাদের এহেন দুষ্কর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নরসিংদীতে আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের বিরুদ্ধে প্রতিবাদ সভায় এসব কথা বলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও নরসিংদী ১ আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)
২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এ সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের আহ্বায়ক সফর আলী ভূইয়া। প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও নরসিংদী-১ আসনের সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)
প্রতিবাদ সভায় জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বক্তব্য দেন। বক্তারা বলেন,একাত্তরের রাজাকার আলবদরের প্রেতাত্মা ছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মত দুষ্কর্ম আর অন্য কেউ করতে পারেনা। দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির বিধান করতে হবে। সভা থেকে ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। তারা বলেন বঙ্গবন্ধু বাঙালির অস্তিত্বের অংশ বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ কে কল্পনা করা যায় না।
সভাপতির বক্তব্যে সফর আলী ভূইয়া বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মত দুঃসাহস যারা করেছেন তারা আর যাইহোক দেশপ্রেমিক বা বাঙালি চেতনায় বিশ্বাসি হতে পারেনা। তারা একাত্তর সনেও এ কাজ করেছে আবার এখনো একই কাজ করছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামি পৌরসভা নির্বাচনে নেত্রী যেন খাঁটি দলপ্রেমিক নেতাকে বাছাই করেন সে আহ্বান জানান এবং নজরুল ইসলাম হিরুকে পুনরায় জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে অনুমোদন দেওয়ার দাবি জানান।
নজরুল ইসলাম হিরু নরসিংদী পৌরসভার মেয়রকে উদ্দেশ্য করে তিনি বলেন, নেতা হতে হলে বিশ্বস্ত হতে হবে। টাকা দিয়ে বিশ্বস্তা অর্জন করা যায় না। সার্টিফিকেট চুরি করে অষ্টম শ্রেণি থেকে মাস্টার্স পাস করা পুকুর চুরি ছাড়া আর কিছুনা। নেতা হতে হলে চরিত্র ভাল করতে হবে।
হিরু আগামি পৌরসভা নির্বাচনে নৌকার প্রকৃত মাঝিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান পৌর বাসীকে।