বেলাবোতে 'রক্তকণিকার' ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

আগের সংবাদ

শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন আজ

পরের সংবাদ

পলাশের জিনারদীর ৮ নং ওয়ার্ডে উপনির্বাচন মঙ্গলবার

ভাপন মিএ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০ , ১১:০৪ অপরাহ্ণ

পলাশের জিনারদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এ অক্টোবরের ২০ তারিখে হতে যাচ্ছে উপ-নির্বাচন ৷

পলাশের জিনারদী ইউনিয়নে ২০ তারিখে অনষ্ঠিত হবে উপ-নির্বাচন ৷ উক্ত নির্বাচনে প্রার্থী হলো তিন জন ৷ এই তিন জনই হলো ক্ষমতাশীল দল আওয়ামিলীগের প্রার্থী ৷ যথাক্রমে বাবু ননী গোপাল পাল,বাবু জয়ন্ত সেন,বাবু ক্ষিতিশ চদ্র রায় ৷

জিনারদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর সাবেক মেম্বার বাবু নিতাই সেন মারা যাওয়ায় ৮ নং ওয়ার্ড আসন শূন্য ঘোষনা করা হয় ৷তিনি গত ২৯ নভেম্বর ২০১৯ হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন ৷ ৮ নং ওয়ার্ডে এবার মোট ভোটারের সংখ্যা ২৮০০ জন ৷ এবার নির্বাচনে কাকে মেম্বার হিসাবে দেখতে চান এ বিষয়ে সাধারণ মানুষের কাছে প্রশ্ন করলে তারা বলেন যে তারা যোগ্য ব্যক্তিকেই মেম্বার হিসাবে দেখতে চান ৷ মনোনীত তিনজন প্রার্থী কে প্রশ্ন করা হয় যে তারা নির্বাচিত হলে সমাজের জন্য কি করবেন ?
১.বাবু ননী গোপাল পাল বলেন তিনি নির্বাচিত হলে যেকোন বিপদে মানুষের পাশে দাঁড়াবেন,পরিচ্ছন্ন সমাজ গঠন,ন্যায় বিচার প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ,আধুনিক ও পরিকল্পিত আদর্শ ওয়ার্ড গড়ার আশ্বাস দেন ৷
২. বাবু জয়ন্ত সেন বলেন তিনি নির্বাচিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সমাজের শৃঙ্খলা বজায় রাখা,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ ও সমাজের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন ৷
৩.বাবু ক্ষিতিশ চন্দ্র রায় বলেন তিনি নির্বাচিত হলে সমাজকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত,ন্যায়বিচার প্রতিষ্ঠা ও প্রতিটি গ্রামে কমিটি গঠন করে সমাজকে কীভাবে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে তিনি কাজ করবেন ৷