নরসিংদীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চান খেলাফত মজলিসের এমপি প্রার্থী হাফেজ মহিউদ্দিন

আগের সংবাদ

মনোহরদীতে জামায়াতের এমপি প্রার্থীর পক্ষে খেলাধুলা সামগ্রী বিতরণ

পরের সংবাদ

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে অর্ধশতাধিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ , ৭:৪২ পূর্বাহ্ণ

নরসিংদীতে অপরাধ দমনে পুলিশের চলমান বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামিসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

রবিবার জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার নরসিংদী জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। নির্দেশনার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানামূলক মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, আধা কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি একাধিক হত্যা মামলার এক আসামি ও একটি শটগানের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ সুপার নরসিংদী বলেন, “অপরাধীদের কোনো ছাড় নেই। জেলার প্রতিটি থানায় মাদক, চুরি, ছিনতাইসহ সবধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।”

জেলা পুলিশ সকল নাগরিককে আহ্বান জানিয়েছে—“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন।”