দেশব্যাপী চলমান ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক(সুজন), নরসিংদী ।
১০ অক্টোবর সকাল ১১ টায় শনিবার নরসিংদী প্লেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বেলা ১২ টা পর্যন্ত সুজনের কর্মীরা প্রেসক্লাবের সামনে অবস্থান করেন।
এসময় বক্তারা ধর্ষণের নিন্দা জানিয়ে দ্রুত সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজনের নরসিংদী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক বাবু হলদর দাস প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।